শনিবার | ১০ জানুয়ারি | ২০২৬
spot_img

গণভোটে ‘না’ দেওয়ার সুযোগ নেই: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণভোটে ‘না’ দেওয়ার সুযোগ নেই।

শুক্রবার (৯ জানুয়ারি) সকালে ঠাকুরগাঁও শহরের কালীবাড়ী তাঁতিপাড়ায় নিজ পৈতৃক বাসভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, ‘একই দিনে গণভোট এবং জাতীয় নির্বাচন আমরা চেয়েছিলাম। সেভাবেই হয়েছে। সংস্কার বিষয়ে যে গণভোট হচ্ছে- সেগুলো আমরাই বহু আগে ২০১৬ এবং ২০২৩ সালে ৩১ দফার মাধ্যমে জাতির সামনে তুলে ধরেছিলাম।’

তিনি বলেন, ‘সংস্কার একটি চলমান প্রক্রিয়া। সেখানে ‘না’ বলার কোনো কারণ আছে বলে আমি মনে করি না।’

বিএনপির মহাসচিব উল্লেখ করেন, বর্তমানে যে সংস্কারগুলোর ওপর গণভোট হচ্ছে, সেগুলো বিএনপি অনেক আগেই ২০১৬ ও ২০২৩ সালে ‘৩১ দফা’র মাধ্যমে জাতির সামনে তুলে ধরেছিল। সংস্কারের এই ধারাকে এগিয়ে নিতে জনগণের রায়ই চূড়ান্ত বলে তিনি মনে করেন। তবে সারা দেশের মানুষ নির্বাচনের জন্য উন্মুখ হয়ে থাকলেও দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে চরম অসন্তোষ প্রকাশ করেন বিএনপি মহাসচিব।

মির্জা ফখরুল অভিযোগ করেন, সাম্প্রতিক সময়ে রাজনৈতিক নেতৃবৃন্দকে, বিশেষ করে বিএনপির অনেক নেতাকর্মীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। সরকারের পক্ষ থেকে এসব হত্যাকাণ্ডের বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা না নেওয়ায় তিনি তীব্র নিন্দা জানান। নির্বাচনের আগমুহূর্তে এ ধরনের সহিংসতা রোধে এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সরকারকে আরও সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ