সোমবার | ১৩ অক্টোবর | ২০২৫

পাকিস্তান ও আফগানিস্তানকে সংযমি হওয়ার আহ্বান সৌদি আরবের

পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে সীমান্তবর্তী এলাকায় সাম্প্রতিক সংঘর্ষ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সৌদি আরব। উভয় পক্ষকে ধৈর্যশীল হতে এবং সংঘর্ষ উত্তেজনা বাড়ানোর চেষ্টা এড়াতে আহ্বান জানিয়েছে দেশটি।

শনিবার (১১ অক্টোবর) দিবাগত রাতে কাবুলে পাকিস্তানের বিমান হামলার জবাবে পাল্টা হামলা চালায় আফাগনিস্তান। এ ঘটনার পর দুই দেশকে সংঘাতের পথ এড়িয়ে যাওয়ার আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রণালয়।

বিবৃতিতে বলা হয়, সীমান্তবর্তী এলাকায় আফগান বাহিনী এবং পাকিস্তানি সেনাদের মধ্যে সাম্প্রতিক সংঘর্ষ নিয়ে আমরা গভীর উদ্বিগ্ন। আমরা উভয় পক্ষকে ধৈর্য ধারণ করতে এবং উত্তেজনা বাড়ানো এড়াতে আহ্বান জানাই।

বিবৃতিতে আরও বলা হয়, “সৌদি আরব সংঘাত সমাধান করার জন্য সংলাপের ওপর জোর দেয়। আমাদের বিশ্বাস, এই পদ্ধতিটি উত্তেজনা কমাতে সাহায্য করবে এবং অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষা করবে।”

সূত্র: জিও নিউজ

spot_img
spot_img

এই বিভাগের

spot_img