মঙ্গলবার, মে ২০, ২০২৫

বাংলাদেশ সফরে সম্মতি জানিয়েছেন এরদোগান: আবারো জানালেন তুর্কি রাষ্ট্রদূত

spot_imgspot_img

মুসলিম বিহস্বের প্রভাবশালী নেতা ও তুরস্কের রাষ্ট্রপতি রজব তায়্যিব এরদোগান “স্বাধীনতার ৫০ বছর” এবং “মুজিব বর্ষ” উদযাপনের অংশ হিসেবে “ডি-৮ শীর্ষ সম্মেলনে” অংশগ্রহণের জন্য বাংলাদেশ সফরে সম্মতি প্রকাশ করেছেন।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) বাংলাদেশ সরকারের সচিব এবং পিপিপি কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা সুলতানা আফরোজের সাথে সৌজন্য সাক্ষাৎ এ তথ্য জানান বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান।

তুরস্কের রাষ্ট্রদূত জানান, তুরস্কে অনেক কন্ট্রাক্টিং সংস্থা রয়েছে যারা বিদেশি বিনিয়োগকারীদের জন্য আকর্ষণীয় প্রণোদনা দেওয়ার কারণে বাংলাদেশে স্বাস্থ্যখাত, জ্বালানি, নির্মাণ শিল্প এবং মেগা অবকাঠামোগুলিতে বিনিয়োগে আগ্রহী।

বাংলাদেশ সরকারের সচিব এবং পিপিপি কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা সুলতানা আফরোজ, মিয়ানমারে জাতিগত ও ধর্মীয় নিপীড়ন থেকে পালিয়ে যেতে বাধ্য হয়ে বাংলাদেশে আসা রোহিঙ্গা শরণার্থীদের প্রতি তুর্কি সরকারের উন্নয়ন সহায়তার তুরস্ক সরকারকে ধন্যবাদ জানান।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img