শুক্রবার | ১৭ অক্টোবর | ২০২৫

জুলাই সনদ মূলত তারেক রহমানের ৩১ দফার প্রতিফলন: প্রিন্স

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, জাতীয় ঐকমত্যের ভিত্তিতে প্রণীত জুলাই সনদ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ভিশন-২০৩০ এবং তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন। জনগণের রায় নিয়ে সরকার গঠন করে বিএনপি ফ্যাসিবাদ ও বৈষম্যহীন সাম্য, মানবিক, ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ে তুলবে।

শুক্রবার (১৭ অক্টোবর) সকালে ধোবাউড়া সদরে জেলা পরিষদ ডাকবাংলো প্রাঙ্গণে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রিন্স আরো বলেন, বিএনপি রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হলে বেগম খালেদা জিয়ার ভিশন-২০৩০ মোতাবেক সমতলের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ভাষা, সংস্কৃতি, জীবনধারা রক্ষা এবং তাদের সমস্যা সমাধানে পৃথক অধিদফতর প্রতিষ্ঠা করা হবে।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img