শুক্রবার | ১৭ অক্টোবর | ২০২৫

ভারতে পালানোর সময় আ’লীগের দুই নেতা আটক

দিনাজপুরের বিরামপুর সীমান্ত দিয়ে ভারতে পালানোর প্রস্তুতিকালে আওয়ামী লীগের দুই নেতাকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৭ অক্টোবর) বিকাল সাড়ে ৪টায় এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন দিনাজপুরের পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন।

আটক হওয়া আওয়ামী লীগ নেতারা হলেন, বরগুনা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল আজাদ রিপন (৪৮) এবং বরিশাল জেলার উজিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাফিজুর রহমান ইকবাল (৫৭)।

প্রেস ব্রিফিংয়ে দিনাজপুরের পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন জানান, শুক্রবার (১৭ অক্টোবর) সকালে ওই দুজন ব্যক্তি দিনাজপুরের বিরামপুর উপজেলার মুকুন্দপুর ইউনিয়নের ভারত সীমান্তবর্তী এলাকার ভেলারপাড় গ্রামে সন্দেহজনকভাবে ঘোরাফিরা করছিলেন। স্থানীয়রা ওই দুজনকে তাদের অবস্থানের বিষয়ে জিজ্ঞাসা করলে তারা সঠিক উত্তর না দেওয়ায় এলাকাবাসীর সন্দেহ হয়। এলাকাবাসী বিষয়টি বিরামপুর থানা পুলিশকে অবহিত করলে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে ওই দুজনকে থানায় নিয়ে আসে। পরে পুলিশ তাদের পরিচয় নিশ্চিত হয়।

বিরামপুর থানার ওসি মমতাজুল হক জানান, আটক দুজন পুলিশের জিজ্ঞাসাবাদে স্বীকার করে তারা বিরামপুর সীমান্ত এলাকা দিয়ে ভারতে যাওয়ার জন্য সেখানে অবস্থান করছিলেন।

তিনি জানান, আটক দুজনের নামে তাদের নিজ এলাকায় তিনটি করে মামলা রয়েছে। তাদের গ্রেফতার দেখিয়ে শুক্রবার সন্ধ্যায় দিনাজপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img