ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে হওয়া যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানিয়েছে কাতার। এছড়াও এ যুদ্ধবিরতি তুরস্ক ও কাতারের মধ্যস্থতায় করা হয়েছে বলে জানিয়েছে দেশটি।
রোববার (১৯ অক্টোবর) এক বিবৃতিতে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এ স্বাগত জানায়।
তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দোহায় অনুষ্ঠিত কথোপকথনের সময়ে কাবুল ও ইসলামাবাদ শান্তি ও স্থিতিশীলতা জোরদারের জন্য একটি ব্যবস্থা গঠন করার সিদ্ধান্ত নিয়েছে।
সূত্র: হুরিয়াত রেডিও