সোমবার | ২০ অক্টোবর | ২০২৫

যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গাজ্জায় ফের বিমান হামলা করেছে ইসরাইল

গাজ্জা উপত্যকায় আবারও বিমান হামলা শুরু করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল।

রোববার (১৯ অক্টোবর) যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ইসরাইলি বাহিনী এ হামলা চালায় বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম আল-জাজিরা।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ইসরাইলি গণমাধ্যমগুলো রাফা ও দক্ষিণ গাজ্জার বিভিন্ন এলাকায় হামলার খবর দিচ্ছে। ইসরাইলের চ্যানেল ১২ জানিয়েছে, প্রধানমন্ত্রী নেতানিয়াহু, প্রতিরক্ষামন্ত্রী কাটজ এবং সেনা কর্মকর্তারা এক ফোনালাপে চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা করছেন।

ইসরাইলি মিডিয়ার দাবি, দক্ষিণ গাজ্জার রাফা এলাকায় ‘সন্ত্রাসী তৎপরতার’ জবাব হিসেবেই এ হামলা চালানো হয়েছে।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img