ফিলিস্তিনের গাজ্জায় বিমান হামলা চালিয়ে একদিনে অন্তত ৪৫ জন ফিলিস্তিনিকে হত্যা করার পর আবারও যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল।
বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
গাজ্জার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ১০ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরাইল ৮০ বার চুক্তি লঙ্ঘন করেছে। এ সময়ের মধ্যে ইসরাইলি হামলায় অন্তত ৯৭ জন ফিলিস্তিনি নিহত এবং ২৩০ জন আহত হয়েছেন।