সোমবার | ২০ অক্টোবর | ২০২৫

গাজীপুরে মাদরাসা ছাত্রী ধর্ষণের প্রতিবাদে ইসলামী ছাত্রী সংস্থা ঢাবি শাখার মানববন্ধন

গাজীপুরের কালিয়াকৈরে মাদরাসা ছাত্রীকে ধর্ষণ, কর্মক্ষেত্রে যৌন হয়রানী ও নারী হেনস্থার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা, ঢাবি শাখা।

রোববার (২০ অক্টোবর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে এই প্রতিবাদ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় তারা বলেন, ধর্ষণকে ভিন্ন খাতে নেয়ার জন্য ভিক্টিমকে প্রেম-প্রণয়সহ নানা ট্যাগ দেয়া হয়। এমনকি ধর্ষণের শিকার নারীর পোশাক-মতাদর্শ নিয়ে কথা বলে ধর্ষককে মুক্তি দেয়ার চেষ্টা চলে।

তারা জানান, যে আশা আকাঙ্খা ও নারীদের নিরাপত্তার জন্য জুলাই আন্দোলনের পর অন্তর্বর্তী সরকার এসেছে, সেই সরকার নারীদের নিরাপত্তা দিতে ব্যার্থ হয়েছে।

তারা আরও বলেন, মামলার ক্ষেত্রে প্রশাসন অনেক সময় ধর্ষনের শিশুর বয়স বাড়িয়ে মামলা রুজু করতে ইন্ধন দেয়। ধর্ষণ ও যৌন হয়রানির বিষয়ের মামলায় পুলিশ নিষ্ক্রিয় থাকছে। বিচার না পেয়ে ভিক্টিমকে কেন আত্মহত্যা করতে হয় সেই প্রশ্নও তোলেন ইসলামী ছাত্রী সংস্থার নেত্রীরা।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img