ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীর আনুষ্ঠানিকভাবে নিজেদের ভূখণ্ডে অন্তর্ভুক্ত করার একটি বিতর্কিত বিলের প্রাথমিক অনুমোদন দিয়েছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র দখলদার ইসরাইলের পার্লামেন্ট নেসেট। এটি মূলত ফিলিস্তিনের ভূখণ্ড ইসরাইলের সাথে সংযুক্তিরই সমান। যা আন্তর্জাতিক আইনের প্রকাশ্য লঙ্ঘন।
নেসেট ইসরাইল সরকারকে বলে, পশ্চিম তীর ও জর্ডান উপত্যকায় অবস্থিত সব ইহুদি বসতিতে কালবিলম্ব না করে ইসরাইলের সার্বভৌমত্ব, তথা ইসরাইলের আইন, বিচার ও প্রশাসন সম্প্রসারিত করতে হবে।
ইসরাইলের এই পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয়। খবর আল জাজিরার।
ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই ভোটের নিন্দা জানিয়ে বলা হয়, ‘ফিলিস্তিনি ভূমি অধিগ্রহণে নেসেটের প্রচেষ্টাকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করা হচ্ছে’।
এতে আরো বলা হয়, ‘জেরুজালেম ও গাজ্জা উপত্যকাসহ পশ্চিম তীরের অধিকৃত ফিলিস্তিন একটি অখণ্ড ভূমি, এর ওপর ইসরাইলের কোনো সার্বভৌমত্ব নেই।’
মঙ্গলবার (২১ অক্টোবর) ১২০ আসনের পার্লামেন্টে প্রথম ধাপে বিলটির পক্ষে ২৫ টি আর বিপক্ষে পড়ে ২৪ টি ভোট। এটি আইন হিসেবে কার্যকর হতে আরো তিন ধাপের ভোটে অনুমোদন পেতে হবে। বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার দল লিকুদ পার্টি বিলটির বিরোধিতা করলেও কয়েকজন জোটসঙ্গী এবং বিরোধী এমপি এতে সমর্থন দেন বলে জানা যায়।