ইসকনের হুমকির পর নিখোঁজ হওয়া গাজীপুরের টঙ্গী ৪৭ নম্বর ওয়ার্ডের টিএনটি কলোনি জামে মসজিদের খতিব মুফতী মুহিবুল্লাহ মাদানীকে পাওয়া গেছে বলে জানিয়েছেন তার ছেলে মাওলানা আব্দুল্লাহ।
আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে পঞ্চগড় সদর থানার হেলিপ্যাড বাজার এলাকার একটি রাস্তার পাশে গাছের সাথে লোহার শিকল দিয়ে হাত-পা বাঁধা অবস্থায় তাকে পাওয়া গেছে। খবর পেয়ে পঞ্চগড় সদর থানা পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
এ ব্যাপারে পঞ্চগড় সদর থানার ওসি মো. আব্দুল্লাহিল জামান বলেন, মাওলানা মুহিবুল্লাহ মাদানীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল বুধবার ফজর নামাজের পর হাঁটতে গেলে অপহরণের শিকার হন তিনি। তাঁকে খুঁজে না পেয়ে স্বজনরা টঙ্গী পূর্ব থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
এর আগে, টিএনটি কলোনি মসজিদের বারান্দায় ইসকনের নামে একটি হুমকিমূলক চিঠি পাওয়া যায় বলে জানায় তাঁর পরিবার। একই ধরনের আরেকটি চিঠি তাদের বাসার কাছেও পাওয়া গিয়েছিল।
চিঠিতে পাঞ্জাবি-টুপি পরা এক হুজুরের প্রতিকৃতি এঁকে, তার গলায় ছুরি ধরে লেখা ছিল, “তোদের খতিবকে ধীরে পরিবার থেকে বিচ্ছিন্ন করা হবে। শেষ অবধি ওকে সম্পূর্ণ একা বানিয়ে রাস্তার পাগল বানানো হবে। কারণ যোনি দেবী জগৎজয়ী কালী মাতা কাম দেবতার উপরে কেউ নেই। আজ হোক বা কাল হোক, পূর্ববাংলা ইসলামী মৌলবাদীদের মুক্ত করা হবে। আমাদের জনবলের সংকট নেই। তোদের বায়তুল মোকাররমকেও ঘুরিয়ে দেয়া হবে। এখন আর কথা নয়, আমরা অ্যাকশনে যাবো।”
-চিঠিটির তারিখ দেওয়া ছিল ১৪ সেপ্টেম্বর ২০২৫।
পরিবারের সদস্যরা আশঙ্কা করছেন, ওই হুমকি ও নিখোঁজের ঘটনাগুলোর মধ্যে সরাসরি সম্পর্ক থাকতে পারে। মাওলানা মুহিব্বুল্লাহ সম্প্রতি ‘ইসকন ও ভাগওয়া লাভ ট্র্যাপ’ বিষয়ক বক্তব্যে অংশ নেন, যার পর থেকেই তাকে হুমকি দেওয়া শুরু হয়েছিল বলে জানা গেছে।
উল্লেখ্য, গাজীপুরে হিন্দু যুবক কর্তৃক মাদরাসা ছাত্রী ধর্ষণের বিচার দাবি করে আসা মাওলানা আতাউল্লাহ বিক্রমপুরীকেও ইসকন কর্তৃক হুমকি দেওয়া হয়েছিল।