কাবুল ও কান্দাহারে আফগান বেসামরিক নাগরিকদের উপর পাকিস্তানের বিমান হামলার নিন্দা জানিয়েছে দেশটির বিভিন্ন মানবাধিকার সংস্থা। এ হামলাকে আফগানিস্তানের সার্বভৌমত্ব এবং আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন বলে অভিহিত করেছেন তারা।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) এক বিবৃতিতে আফগান হিউম্যান রাইটস অ্যালায়েন্স এ তথ্য জানায়।
হিউম্যান রাইটস বলছে, সাধারণ আফগানরা পাকিস্তানের রাজনীতির জন্য মূল্য দিচ্ছে। নিরীহ মানুষের রক্ত এবং জাতীয় সার্বভৌমত্বের পবিত্রতাকে সম্মান করতে হবে।
বিবৃতিতে এই হামলাকে ‘আফগানিস্তানের আঞ্চলিক অখণ্ডতার স্পষ্ট লঙ্ঘন’ হিসেবে বর্ণনা করা হয়েছে।
মানবাধিকার সংস্থাগুলোর এ জোটটি বলছে, পাকিস্তান তালেবানের বিভিন্ন উপদলের সঙ্গে দীর্ঘদিন সম্পর্ক বজায় রেখেছে। তবে সাম্প্রতিক বছরগুলোতে আঞ্চলিক সম্পর্কের পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে।
সূত্র : খামা প্রেস