সোমবার | ১৯ জানুয়ারি | ২০২৬
spot_img

প্রতিটি আফগান নাগরিক শিক্ষায় সমান সুযোগ পাবে: আফগান উচ্চাশিক্ষা মন্ত্রী

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের উচ্চশিক্ষা মন্ত্রী শেখ নেদা মুহাম্মাদ নাদিম বলেছেন, দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে বর্তমানে কোনো ভাষাগত বা জাতিগত বৈষম্য নেই।

কাবুল বিশ্ববিদ্যালয় অফ মেডিক্যাল সায়েন্সেসের অর্জন নিয়ে অনুষ্ঠিত এক সম্মেলনে তিনি এ কথা বলেন।

শেখ নেদা মুহাম্মাদ নাদিম বলেন, “আফগানিস্তানের প্রতিটি নাগরিকই এই ভূমির সন্তান। তারা শিক্ষা, বৈজ্ঞানিক এবং পেশাগত সুযোগের মাধ্যমে দেশের সেবা করার অধিকার রাখে, কোনো বৈষম্য ছাড়াই।”

তিনি বলেন, “যখন যোগ্য ব্যক্তিদের খুঁজে পাওয়া যায়, তাদের ভালোভাবে সহায়তা করুন। এখানে কোনো ভাষা বা জাতিগত সমস্যা নেই। আফগানিস্তানের প্রতিটি নাগরিকের দেশের সেবা করার অধিকার আছে।”

তিনি ডাক্তারদের ভবিষ্যত এবং মূল্যবান সম্পদ হিসেবে উল্লেখ করে বলেন, “ছোটখাটো বিষয় নিয়ে এমন বাধা তৈরি করবেন না, যা তাদের অধ্যাপক হওয়ার পথে অন্তরায় সৃষ্টি করতে পারে। আমি অযোগ্য ডাক্তারদের কঠোরভাবে বিরোধিতা করি, কারণ মানুষের জীবন তাদের ওপর নির্ভরশীল এবং আমি তা গ্রহণ করব না যে, দুর্বল ডাক্তাররা জীবন ঝুঁকিতে ফেলে।”

আফগানিস্তানে উচ্চাশিক্ষা মন্ত্রী বলেন, যোগ্য ও প্রতিভাবান শিক্ষার্থীদের সমর্থন করা, সমন্বয় ও পারস্পরিক সম্মান বাড়ানো, এবং উৎসাহের পরিবেশ সৃষ্টি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এভাবেই দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারবে এবং উন্নতি নিশ্চিত হবে।

সূত্র: তোলো নিউজ

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ