সোমবার | ১৯ জানুয়ারি | ২০২৬
spot_img

আইনজীবী আলিফ হত্যা; চিন্ময়সহ ৩৯ আসামির বিচার শুরু

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার প্রধান আসামি উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসী সংগঠন ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ ৩৯ আসামির বিচার শুরুর আদেশ দিয়েছে আদালত।

সোমবার (১৯ জানুয়ারি) সকালে চট্টগ্রামের দ্রুত বিচার ট্রাইব্যুনাল (জেলা ও দায়রা জজ) মো. জাহিদুল হকের আদালত এ আদেশ দেয়। এ মামলার অভিযোগপত্রে নাম থাকা ৩৯ জন আসামির মধ্যে ১৬ জন এখনো পলাতক।

আলোচিত হত্যা মামলাটি গত ৭ জানুয়ারি বিচারের জন্য চট্টগ্রামের দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠায় মহানগর দায়রা জজ।

রাষ্ট্রদ্রোহ মামলায় ২০২৪ সালের ২৬ নভেম্বর ইসকন নেতা চিন্ময়কে চট্টগ্রামের আদালতে জামিন নাকচ করে কারাগারে পাঠানোর কারণে বিক্ষোভ করে তার অনুসারীরা। এ সময় ইসকনের সন্ত্রাসীরা আদালত চত্বরে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ কুপিয়ে হত্যা করে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ