শনিবার | ২৫ অক্টোবর | ২০২৫

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নবনিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে দুই পক্ষই সাম্প্রতিক কূটনৈতিক অগ্রগতি ও উচ্চপর্যায়ের সফর বিনিময়কে ইতিবাচক হিসেবে উল্লেখ করেন। আলোচনায় ২০২৫ সালের আগস্টে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফর এবং চলতি বছরের এপ্রিলে ঢাকায় অনুষ্ঠিত ষষ্ঠ পররাষ্ট্র সচিব পর্যায়ের দ্বিপাক্ষিক পরামর্শ বৈঠকের সাফল্য তুলে ধরা হয়।

এছাড়া, দীর্ঘ বিরতির পর আগামী ২৭ অক্টোবর ঢাকায় অনুষ্ঠিতব্য যৌথ অর্থনৈতিক কমিশনের নবম বৈঠক নিয়েও উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করেন।

বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা জানান, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সহযোগিতা বাড়ছে, বিশেষ করে ভিসা প্রক্রিয়া সহজীকরণ ও বিমান যোগাযোগ পুনরায় চালু করাসহ একাধিক ক্ষেত্রে অগ্রগতি লক্ষ্য করা গেছে।

উভয় পক্ষ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করা এবং পারস্পরিক স্বার্থে বিভিন্ন খাতে সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন নবনিযুক্ত হাইকমিশনার ইমরান হায়দারকে বাংলাদেশে তার মেয়াদকালে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img