স্বাধীনতাকামী ফিলিস্তিনের সব দলকে জাতীয় সংলাপে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন দেশটির ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। মিশরের রাজধানী কায়রোতে হামাস ও ফাতাহ প্রতিনিধিদলের চলমান বৈঠকের মধ্যেই এ আহ্বান জানানো হয়েছে।
হামাসের মুখপাত্র হাজেম কাসেম বলেন, এখন সময় জাতীয় ঐক্যের। দলীয় স্বার্থ নয় বরং জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) হামাসের পক্ষ থেকে এ আহ্বান জানানো হয়।
তিনি আনাদোলু এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, আমরা ফিলিস্তিনি কর্তৃপক্ষ ও অন্যান্য জাতীয় শক্তির সঙ্গে উন্মুক্ত মন ও সহযোগিতার মনোভাব নিয়ে জাতীয় সংলাপে প্রবেশ করছি। পশ্চিম তীরের কর্তৃপক্ষ ফিলিস্তিনের একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, একে পাশ কাটানো সম্ভব নয়।
সূত্র : আনাদোলু এজেন্সি









