সোমবার | ১৯ জানুয়ারি | ২০২৬
spot_img

আফগান সীমান্ত বন্ধ থাকায় পাকিস্তানে সবজির দাম বেড়েছে পাঁচগুণ

পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার সীমান্ত বন্ধ থাকায় দুই দেশেই নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম হু-হু করে বেড়ে গেছে। বিশেষ করে, পাকিস্তানে টমেটোর দাম পাঁচগুণ পর্যন্ত বেড়ে কেজিপ্রতি ৬০০ রুপি হয়েছ। চলতি মাসে দুই দেশের মধ্যে সংঘর্ষ শুরুর পর থেকেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) কাবুলে পাক-আফগান চেম্বার অব কমার্সের প্রধান খান জান আলোকোজাই রয়টার্সকে এ তিথ্য জানান।

তিনি বলেন, প্রতিদিন দুই দেশই প্রায় ১০ লাখ ডলার ক্ষতির সম্মুখীন হচ্ছে। আমাদের বার্ষিক ২৩০ কোটি ডলারের দ্বিপাক্ষিক বাণিজ্যের মূল অংশই তাজা ফল, সবজি, খনিজ, ওষুধ, গম, চাল, চিনি, মাংস ও দুগ্ধজাত পণ্য।

তিনি আরও বলেন, সংঘর্ষ শুরু হওয়ার পর থেকেই দুই দেশের মধ্যে সব ধরনের বাণিজ্য ও পণ্য পরিবহন বন্ধ রয়েছে।

সবচেয়ে বেশি দাম বেড়েছে টমেটোর, যা রান্নায় সবচেয়ে বহুল ব্যবহৃত সবজি। দাম বেড়ে এখন কেজিপ্রতি প্রায় ৬০০ রুপিতে পৌঁছেছে, যা এক মাস আগের তুলনায় ৪০০ শতাংশেরও বেশি বৃদ্ধি। আফগানিস্তান থেকে আমদানি হওয়া আপেলের দামও বেড়েছে ব্যাপকভাবে।

আলোকোজাই জানান, আমাদের প্রতিদিন প্রায় ৫০০ কনটেইনার সবজি রপ্তানির জন্য প্রস্তুত থাকে, কিন্তু সীমান্ত বন্ধ থাকায় সবই নষ্ট হয়ে গেছে।

সূত্র: ডন

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ