রবিবার | ২৬ অক্টোবর | ২০২৫

ফিলিস্তিনিদের রক্ষা করতে ব্যর্থ হয়েছে জাতিসংঘ

ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা বলেছেন, গাজ্জা যুদ্ধের ভিকটিমদের রক্ষা করতে ব্যর্থ হয়েছে জাতিসংঘ।

তিনি বলেন, জাতিসংঘ ও অন্যান্য বহুপাক্ষিক প্রতিষ্ঠান কাজ করা বন্ধ করে দিয়েছে।

শনিবার (২৫ অক্টোবর) মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইবরাহিমের সঙ্গে এক বৈঠকের পর সাংবাদিকদের এ কথা বলেন ব্রাজিলের প্রেসিডেন্ট।

তিনি বলেন, গাজ্জা উপত্যকায় এতদিন ধরে চলতে থাকা গণহত্যা কে মেনে নিতে পারে?

জাতিসংঘ ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে অকার্যকর উল্লেখ করে তিনি আরও বলেন, যেসব বহুপাক্ষিক প্রতিষ্ঠান এসব ঘটনা প্রতিরোধের জন্য তৈরি করা হয়েছিল, তারা কাজ করা বন্ধ করে দিয়েছে।

সূত্র: এআরওয়াই নিউজ

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img