রবিবার | ২৬ অক্টোবর | ২০২৫

২০৩৩ সালে দেশে জনসংখ্যা যেমন বৃদ্ধি পাবে, তেমনি গড় আয়ুও বৃদ্ধি পাবে : মন্ত্রিপরিষদ সচিব

মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ বলেছেন, বাংলাদেশ জনমিতিক লভ্যাংশের মধ্য দিয়ে যাচ্ছে। যে কারণে ২০৩৩ সালে দেশে বয়সের কারণে নির্ভরশীল জনসংখ্যা যেমন বৃদ্ধি পাবে, তেমনি গড় আয়ুও বৃদ্ধি পাবে। এই বিপুল জনগোষ্ঠীর সম্মানজনক নিরাপদ ভবিষ্যত নিশ্চিত করার জন্য সর্বজনীন পেনশন স্কিম। আমাদের দুর্ভাগ্য যে পেনশন স্কিম পেতে উন্নত দেশের তুলনায় অনেক দেরি হয়ে গেছে। নতুন এই উদ্যোগে বেশ কিছু উৎসাহব্যঞ্জক সুবিধা রয়েছে। গ্রাহকগণ নিজের জমাকৃত পেনশন তহবিল থেকে লোন নিতে পারেন। কমপক্ষে ১০ বছর চাঁদা জমা করলেই পাবেন পেনশন সুবিধা। রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে এই কর্মসূচিকে দেখার কোনো সুযোগ নেই। এক্ষেত্রে সরকার শতভাগ নিশ্চয়তা প্রদান করবে।

রোববার (২৬ অক্টোবর) খুলনা বিভাগীয় কমিশনার কার্যালয়ের অডিটোরিয়ামে সর্বজনীন পেনশন মেলার উদ্বোধন অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, দুস্থ ও অসহায় জনগোষ্ঠীর সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের ১৪৩টি কর্মসূচি চলমান ছিল। যার মধ্যে থেকে এবারের বাজেটে কিছু কর্মসূচি কমিয়ে ভাতার পরিমাণ বৃদ্ধি করা হয়েছে। এরপরও যারা উপকারভোগী তাদের জন্য এ অর্থ অপ্রতুল। এসব কর্মসূচি সম্পূর্ণরূপে সরকারের একক ব্যয়ের ওপর নির্ভরশীল। আমাদের শিক্ষকরা খুব সামান্য পেনশন পান। এই অর্থ পেতেও তাদের বেশ বেগ পেতে হয়। বেসরকারি চাকরিজীবীরা বিভিন্ন সময়ে চাকরি হারানোর ভয়ে থাকেন। অন্যদিকে, মাত্র ১৪ লাখ সরকারি কর্মচারী সরকারিভাবে পেনশনের আওতাভক্ত। সুতরাং সরকারি পেনশন স্কিমের বাইরে রয়ে গেছে জনগোষ্ঠীর এক বড় অংশ। তাদের জন্য এই স্কিম সুযোগের সদ্ব্যবহার হিসেবে গ্রহণ করা উচিত।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img