রবিবার | ১ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

আমেরিকার শাটডাউনের জন্য নভেম্বরেই সেনাদের বেতন দিতে না পারার আশঙ্কা দেশটির অর্থমন্ত্রীর

আমেরিকার চলমান সরকারি শাটডাউন দীর্ঘায়িত হলে নভেম্বরের মাঝামাঝি থেকেই সেনা সদস্যদের বেতন দিতে না পারার আশঙ্কা প্রকাশ করেছেন দেশটির অর্থমন্ত্রী স্কট বেসেন্ট।

তিনি বলেন, এই মাসের মাঝামাঝি আমরা প্রতিরক্ষা দপ্তরের অতিরিক্ত তহবিল থেকে সামরিক সদস্যদের বেতন দিতে পেরেছি। নভেম্বরের শুরুতেও হয়তো দিতে পারব। কিন্তু ১৫ নভেম্বরের পর থেকে যারা দেশের জন্য জীবন বাজি রাখছেন, সেই সেনা সদস্যরা বেতন পাবেন না, এটা হবে এক বিরাট লজ্জার বিষয়।

রোববার (২৬ অক্টোবর) সিবিএস টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ফেস দ্য নেশনে মার্গারেট ব্রেনানের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এর আগে গত শুক্রবার মার্কিন প্রতিরক্ষা বিভাগ নিশ্চিত করে জানায়, চলমান অর্থনৈতিক অচলাবস্থায় সামরিক সদস্যদের বেতন পরিশোধের জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক অজ্ঞাত দাতার কাছ থেকে ১৩০ মিলিয়ন ডলার অনুদান গ্রহণ করা হয়েছে।

এই অনুদান প্রসঙ্গে ট্রাম্প বলেন, তিনি একজন অত্যন্ত সক্ষম ব্যক্তি। সামরিক বাহিনীর বেতন ঘাটতি পূরণে ১৩০ মিলিয়ন ডলার দিয়েছেন। তিনি চেয়েছিলেন সৈন্যরা যেন তাদের প্রাপ্য অর্থ পান, আমিও তাই চেয়েছি। তিনি সত্যিই অসাধারণ মানুষ।

অন্যদিকে, সেনাবাহিনী ও অন্যান্য জরুরি ফেডারেল কর্মীদের বেতন প্রদানের জন্য রিপাবলিকানদের প্রস্তাবিত একটি বিল গত বৃহস্পতিবার ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত সিনেটে গৃহীত হয়নি।

বিলটি পাসের জন্য ৬০ ভোটের প্রয়োজন থাকলেও পক্ষে পড়েছে মাত্র ৫৪ ভোট, বিপক্ষে ৪৫ ভোট। ফলে বিলটি আটকে যায় এবং সামরিক ও সরকারি কর্মীদের বেতন প্রদান এখন ঝুলে আছে।

সূত্র: আনাদোলু

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ