আরবী ভাষা ও সাহিত্যে অসামান্য অবদান রাখায় ‘কিং সালমান গ্লোবাল অ্যাওয়ার্ড ফর দ্য আরাবিক ল্যাঙ্গুয়েজ ২০২৫’ অর্জন করেছেন সিরীয় পণ্ডিত ড. মাজেন আবদুল কাদের আল-মুবারক।
এ ঘোষণা দিয়েছে সৌদি আরবের বাদশাহ সালমান আরবি ভাষা আন্তর্জাতিক একাডেমি।
ড. মাজেন আবদুল কাদের আল-মুবারক আরবি ভাষায় তাঁর গবেষণা, রচনাকর্ম ও বুদ্ধিভিত্তিক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে সংশ্লিষ্ট বিভাগে এই পুরস্কার অর্জন করেছেন। এই সম্মাননা তাঁর সাত দশকেরও বেশি সময়ের এক গৌরবময় গবেষণার ফলাফল।
আরবী ভাষা ও সাহিত্যে অবদানের স্বীকৃতিস্বরূপ প্রদত্ত ‘কিং সালমান গ্লোবাল অ্যাওয়ার্ড ফর দ্য আরাবিক ল্যাঙ্গুয়েজ’ একটি মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক পুরস্কার। সৌদি আরবের রাজধানী রিয়াদে আগামী ৩০ অক্টোবর এক অনুষ্ঠানে এ বছরের বিজয়ীদের সম্মাননা প্রদান করা হবে।
এতে উপস্থিত থাকবেন বাদশাহ সালমান আরবি ভাষা আন্তর্জাতিক একাডেমির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও সৌদি সংস্কৃতি মন্ত্রী প্রিন্স বদর বিন আবদুল্লাহ বিন মুহাম্মাদ বিন ফারহান আল-সউদ।
সূত্র: সানা









