কাতারের আওকাফ ও ইসলাম বিষয়ক মন্ত্রী শেখ ঘানিম বিন শাহীন বিন ঘানিম আল-ঘানিমের সঙ্গে বৈঠক করেছেন সিরিয়ার আওকাফ বিষয়ক মন্ত্রী মুহাম্মাদ আবুল খায়ের শুকরী।
কাতারের রাজধানী দোহায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে ওয়াকফ, দাওয়াহ এবং ধর্মীয় শিক্ষার ক্ষেত্রে সহযোগিতা জোরদারের উপায় নিয়ে আলোচনা করেন উভয় মন্ত্রী।
ধর্মীয় ও সাংস্কৃতিক ক্ষেত্রে সিরিয়া ও কাতারের ভ্রাতৃসুলভ সম্পর্ক আরও দৃঢ় করার গুরুত্বের ওপর জোর দেন তারা। প্রশাসনিক ও দাওয়াহমূলক কার্যক্রম উন্নয়নে অভিজ্ঞতা ও দক্ষতা বিনিময়ের প্রয়োজনীয়তা সম্পর্কেও একমত হন উভয় নেতা।
ভ্রাতৃপ্রতিম আরব ও ইসলামী দেশগুলোর ওয়াকফ মন্ত্রণালয়ের সঙ্গে সহযোগিতা ও সমন্বয় বৃদ্ধি করার লক্ষ্যে নানা উদ্যেগ নিচ্ছে সিরিয়ার ওয়াকফ মন্ত্রণালয়। এরই ধারাবাহিকতায় এই বৈঠক অনুষ্ঠিত হয়।
সূত্র: সানা









