রবিবার | ১ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

ক্যারিবিয়ানে ২ নৌযানে হামলা চালিয়ে ১৪ জনকে হত্যা করল আমেরিকা

আবারও কথিত মাদকবিরোধী অভিযানের নামে ক্যারিবীয় অঞ্চলে দুটি নৌযানে হামলা চালিয়েছে আমেরিকা। এতে নিহত হয়েছে কমপক্ষে ১৪ জন।

মঙ্গলবার (২৮ অক্টোবর) হামলার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।

তিনি দাবি করেন, মাদক বহনের কারণে প্রশান্ত মহাসাগরের পূর্বাঞ্চলে দুটি নৌযান লক্ষ্য করে অভিযান চালিয়েছে মার্কিন সেনারা। হামলায় মাদক পাচারকারীরা নিহত হয় বলেও পোস্টে দাবি করেন তিনি। প্রাণে বেঁচে যান একজন। জীবিত ওই ব্যক্তিকে তুলে দেয়া হয়েছে মেক্সিকো সরকারের হাতে।

উল্লেখ্য, সম্প্রতি ক্যারিবীয় অঞ্চলে নৌযান টার্গেট করে আরও ১০ দফা হামলা চালিয়েছে আমেরিকা। প্রতিটি ঘটনায় নৌযানগুলো মাদক পাচারের সাথে জড়িত দাবি করা হলেও, এ বিষয়ে এখনও কোনো প্রমাণ দেখাতে পারেনি মার্কিন প্রশাসন।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ