রবিবার | ১ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

ট্রাম্প বিভিন্ন দেশে গিয়ে অপমান করছেন, আর ভয়ে চুপ করে আছেন মোদি : রাহুল গান্ধী

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘খুনি’ হিসেবে অভিহিত করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের এমন মন্তব্যে ভারতের বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট মোদিকে একের পর এক দেশে গিয়ে অপমান করছেন। কিন্তু ভয়ে তিনি চুপ করে আছেন। তবে এখন তার জবাব দেওয়া উচিত।

বুধবার (২৯ অক্টোবর) মাইক্রো ব্লগিং সাইট এক্সে তিনি এসব কথা লিখেন।

তিনি লিখেন, “ট্রাম্প মোদিকে একের পর এক দেশে অপমান করছেন। তিনি বারবার দাবি করছেন বাণিজ্য চুক্তির মাধ্যমে মোদিকে ভয় দেখিয়ে অপারেশন সিঁদুর বন্ধ করেছেন। ট্রাম্প আরও বলেছেন, (ভারতের) সাতটি যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে। মোদিজি ভয় পাবেন না। জবাব দেওয়ার সাহস খুঁজুন।”

সূত্র : টাইমস অব ইন্ডিয়া

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ