সোমবার | ৩ নভেম্বর | ২০২৫

ভারতে মন্দিরে পদদলিত হয়ে ৯ জনের মৃত্যু, মোদীর শোক

ভারতের অন্ধ্র প্রদেশের একটি মন্দিরে পদদলিত হয়ে দুই শিশুসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন। সেই সাথে আহত হয়েছের আরো ১৭ জন।

শনিবার (১ নভেম্বর) সকালে শ্রীকাকুলম জেলার কাশিবুগ্গা এলাকায় নবনির্মিত শ্রী ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে এই ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে এক পুলিশ কর্মকর্তা বলেন, একাদশী উপলক্ষে মন্দিরে অনেক ভক্ত একসঙ্গে সামনে এগোতে ঠেলাঠেলি শুরু করলে একটি রেলিং ভেঙে পড়ে এবং লোকজন হুড়মুড় করে একজন আরেকজনের ওপর গিয়ে পড়েন। এরপর শুরু হয় হুড়োহুড়ি। এ ঘটনায় নিহত ব্যক্তিদের মধ্যে দুটি শিশুও রয়েছে বলে জানান তিনি।

এ ঘটনায় হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইটারে তিনি লেখেন, “শ্রীকাকুলমের ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে পদদলিত ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।”

নিহতদের পরিবারকে ২ লাখ টাকা করে এবং আহতদের ৫০ হাজার টাকা করে সাহায্য দেওয়া হবে বলে জানান তিনি।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, রাজ্যপাল এস. আবদুল নাজির ও রাজ্যের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইড়ু শোক প্রকাশ করেন।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img