সোমবার | ৩ নভেম্বর | ২০২৫

বিশ্বকে ১৫০ বার উড়িয়ে দেওয়ার মতো পরমাণু অস্ত্র আছে আমেরিকার

আমেরিকার হাতে যথেষ্ট পারমাণবিক অস্ত্র আছে, যা দিয়ে পৃথিবীকে ১৫০ বার উড়িয়ে দেওয়া যাবে- এমন দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া দ্রুত পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালানোর জন্য মার্কিন প্রতিরক্ষা বিভাগকে নির্দেশ দিয়েছেন তিনি।

সম্প্রপ্তি মার্কিন গণমাধ্যম সিবিএসকে দেয়া ৬০ মিনিটের এক সাক্ষাৎকারে ট্রাম্প এসব কথা বলেন।

ট্রাম্পের দাবি উত্তর কোরিয়াই একমাত্র দেশ নয় যারা পরমাণু অস্ত্রের পরীক্ষা চালাচ্ছে। অন্যান্য দেশগুলো নিয়মিত এই পরীক্ষা চালাচ্ছে। অতএব আমেরিকারও এ থেকে বিরত থাকা উচিত নয়।

ট্রাম্প বলেন, আমাদের কাছে অন্য যেকোনো দেশের তুলনায় বেশি পারমাণবিক অস্ত্র আছে। আর আমার মনে হয় আমাদের পারমাণবিক নিরস্ত্রীকরণের বিষয়ে কিছু করা উচিত। আমি প্রেসিডেন্ট পুতিন এবং প্রেসিডেন্ট শি উভয়ের সঙ্গেই এই বিষয়ে আলোচনা করেছি। আমাদের কাছে বিশ্বকে ১৫০ বার উড়িয়ে দেয়ার মতো পর্যাপ্ত পারমাণবিক অস্ত্র আছে।

তিনি আরও বলেন, পারমাণবিক অস্ত্র তৈরি করে তা পরীক্ষা না করা বাস্তবসম্মত নয়। ট্রাম্প প্রশ্ন তোলেন, আপনি অস্ত্র বানালেন, কিন্তু পরীক্ষা করলেন না- তাহলে জানবেন কীভাবে এটা কাজ করে কিনা?

এছাড়া রাশিয়া ও চীনের কাছে এই অস্ত্রের মজুত আছে বলে জানান তিনি। আমেরিকা অন্যান্য রাষ্ট্রের মতো গোপনে কাজ করে না বলেও দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img