বুধবার | ৫ নভেম্বর | ২০২৫

আমেরিকায় উড্ডয়নের পরপরই বিমান বিধ্বস্ত; নিহত অন্তত ৩

আমেরিকার কেনটাকি অঙ্গরাজ্যের লুইসভিলে উড্ডয়নের পরপরই একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়েছে। এতে অন্তত তিনজন নিহত ও আরও ১১ জন আহত হয়েছেন।

বিধ্বস্ত বিমানটি ছিল ইউপিএসের। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন কেনটাকি অঙ্গরাজ্যের গভর্নর অ্যান্ডি বেসিয়ার।

বুধবার (৫ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

গভর্নর বেসিয়ার জানান, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। উদ্ধারকর্মীরা এখনো বিমানবন্দরের কাছে জ্বলতে থাকা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন, ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ইউপিএসের তথ্য অনুযায়ী, তিন ইঞ্জিনবিশিষ্ট বিমানটি প্রায় সাড়ে আট ঘণ্টার ফ্লাইটে হাওয়াইয়ের হনোলুলুর উদ্দেশে রওনা দিয়েছিল। বিমানে তিনজন ক্রু ছিলেন এবং তারা সবাই নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

ইউপিএস জানিয়েছে, এখনো তারা আনুষ্ঠানিকভাবে হতাহতের সংখ্যা নিশ্চিত করতে পারেনি।

এদিকে দুর্ঘটনার পর লুইসভিল বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। এতে ইউপিএসের পণ্য সরবরাহ কার্যক্রম এবং এতে করে অ্যামাজন, ওয়ালমার্টের পাশাপাশি আমেরিকার ডাক বিভাগের ডেলিভারিতেও প্রভাব পড়তে পারে।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img