বৃহস্পতিবার | ৬ নভেম্বর | ২০২৫

দূরপাল্লার আন্তঃমহাদেশীয় ক্ষেপণ|স্ত্রের পরীক্ষা চালিয়েছে আমেরিকা

দূরপাল্লার আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে আমেরিকা।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) ক্যালিফোর্নিয়ার ভ্যান্ডেনবার্গ স্পেস ফোর্স বেইস থেকে এই পরীক্ষা চালানো হয়।

নিউইয়র্ক পোস্টের খবরে বলা হয়, প্রেসিডেন্ট ট্রাম্প সেনাবাহিনীকে পুনরায় পারমাণবিক অস্ত্র পরীক্ষা শুরুর আহবান জানানোর পর আজ ভোরে মিনিটম্যান-৩ নামক দূরপাল্লার আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়।

‘এয়ারফোর্স গ্লোবাল স্ট্রাইক কমান্ড’ ক্যালিফোর্নিয়ার ভ্যান্ডেনবার্গ স্পেস ফোর্স বেইস থেকে এই পরীক্ষা চালায়।

আমেরিকার পরমাণু ক্ষেপণাস্ত্র বিষয়ক ওয়েবসাইট ‘মিসাইল থ্রেটের’ তথ্যমতে, পারমাণবিক ক্ষমতাসম্পন্ন জিটি-২৫৪ বা মিনিটম্যান-৩ নামক ক্ষেপণাস্ত্রটি ১৩ হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে ও ৩টি রি-এন্ট্রি ভ্যাহিকেলের পে-লোড বহন করতে সক্ষম।

উচ্চক্ষমতাসম্পন্ন দূরপাল্লার এই ক্ষেপণাস্ত্রটি মূলত ১৭০ কে টি ইয়েল্ড মার্ক ১২ আর ভি বহন করে থাকে। তবে ৩০০-৩৫০ কে টি ইয়েল্ড মার্ক ১২ এ আর ভিও বহন করতে সক্ষম।

এটি উচ্চতায় ১৮.২ মিটার লম্বা ও প্রস্থে ১.৮৫ মিটার চওড়া এবং এর লঞ্চ বা উৎক্ষেপণ ওজন ৩৪ হাজার ৪৬৭ কেজি।

মার্কিন সেনাবাহিনীর কাছে বর্তমানে আনুমানিক ৪৫০টি মিনিটম্যান-৩ নামক দূরপাল্লার আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে। আমেরিকার বিমানবাহিনীর ওয়াইমিং, মন্টানা ও উত্তর ডাকোটা বেইস ১৫০ ক্ষেপণাস্ত্রের মাধ্যমে এসবের রক্ষণাবেক্ষণ করে থাকে।

এছাড়া যেকোনো মুহুর্তের জন্য এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থাপনাকে প্রস্তুত রাখতে প্রতি বছর ২ থেকে ৩ বার এসবের পরীক্ষা পরিচালনা করে থাকে দেশটির সেনাবাহিনী।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img