আজারবাইজান থেকে তুরস্ক যাওয়ার পথে তুরস্কের একটি সি-১৩০ সামরিক কার্গো বিমান জর্জিয়া-আজারবাইজান সীমান্তে বিধ্বস্ত হয়েছে।
মঙ্গলবার (১১ নভেম্বর) তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদুলু এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছি।
তুরস্কের রাজধানী আঙ্কারায় এক অনুষ্ঠানে প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেন, ‘আজারবাইজান থেকে তুরস্কে আসার পথে একটি সি-১৩০ সামরিক বিমান জর্জিয়া-আজারবাইজান সীমান্তের কাছে বিধ্বস্ত হয়েছে, এ ঘটনায় আমরা গভীরভাবে দুঃখিত।’
তিনি বলেছেন, ‘সমন্বিত অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে। ঈশ্বর আমাদের শহীদদের প্রতি করুণা করুন।’
তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়েরলিকায়াও এই ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন। পরবর্তীতে তিনি তুরস্কের সামাজিক প্ল্যাটফর্ম এনসোসিয়ালে একটি পোস্টে বলেছেন, অনুসন্ধান ও উদ্ধার প্রচেষ্টা চলছে।
তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ বলেছে, ‘জর্জিয়ান কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু হয়েছে।’
বিমানটিতে কতজন আরোহী ছিলেন বা সম্ভাব্য হতাহতের বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।









