দেশের সাম্প্রতিক রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে দ্রুত রাজনৈতিক সংস্কারের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। এসময় তিনি জুলাই সনদের আইনি ভিত্তিতে নিশ্চিত করতে সরকারকে অনুরোধের পাশাপাশি ফ্যাসিবাদের দোসরদের কর্তৃক দেশে অরাজকতা ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে কড়া হুশিয়ারি দেন।
শিবির সভাপতি বলেন, জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশে ফ্যাসিবাদ এবং চাঁদাবাজ কোনটাকেই বরদাস্ত করা হবে না।
বুধবার (১২ নভেম্বর) বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এই হুশিয়ার দেন।
সংবাদ সম্মেলনে দেশের রাজনৈতিক উত্তেজনা, ছাত্ররাজনীতির সংস্কার, ফ্যাসিবাদী শাসনাবস্থা এবং চাঁদাবাজি-সহ সহিংস কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর প্রতিবাদ জানান তিনি।









