বুধবার | ১২ নভেম্বর | ২০২৫

সন্ত্রাসী আ.লীগের নাশকতা প্রতিরোধে ৮ দল সরকারের পাশে থাকতে প্রস্তুত: গোলাম পরওয়ার

কার্যক্রম নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের নাশকতা প্রতিরোধে আট দল সরকারের পাশে থাকতে প্রস্তুত বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

বুধবার (১২ নভেম্বর) দুপুর ১টায় রাজধানীর মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

মিয়া গোলাম পরওয়ার বলেন, জুলাই সনদ আগে আইনি ভিত্তি না পেলে জাতীয় নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে।

জুলাই সনদের আইনি ভিত্তি দিয়ে দিলে জানুয়ারিতে নির্বাচনেও আপত্তি নেই আট দলের, এ কথা জানিয়ে তিনি আরও বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন চাই না বলে বিএনপি আমাদের বিরুদ্ধে যে প্রপাগান্ডা ছড়াচ্ছে তা দুঃখজনক। তারা নিজেদের রাজনৈতিক অসহায়ত্ব ঢাকতে আট দলের কর্মসূচি নিয়ে কটাক্ষ করছে৷

তিনি আরো বলেন, জামায়াত আগেই বলেছে ২০২৬ সালের প্রথমার্ধে নির্বাচন চায়। আমরা কেউ দেশে পুনরায় ওয়ান ইলেভেন ঘটতে দিতে চাই না, বলেন তিনি।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img