শনিবার | ১৫ নভেম্বর | ২০২৫

মুজিব স্বাধীনতা চাননি, পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন: জয়নুল আবদিন

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা চাননি, তিনি চেয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে। সেদিন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আ. স. ম. আব্দুর রবসহ শেখ মুজিবকে যখন বলেছি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করতে, তিনি তখন বলেন ‘আমার বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী মামলা হবে, আমি পাকিস্তান ভাগ করতে পারবো না।’ আর তখন বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছেন, আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।

শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় নোয়াখালীর সেনবাগ ডুমুরিয়া বালিকা উচ্চ বিদ্যালয় জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

জামায়াতের সমালচনা করে ফারুক বলেন, তখন যারা আমাদের দেশের স্বাধীনতার বিরোধীতা করেছে, তারা এখন আবার নতুন করে বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করছে। তারা মা-বোনদেরকে বলে দাঁড়িপাল্লায় ভোট দিলে বেহেশতে বা জান্নাতে যাওয়া যাবে এটি একটি প্রতারণা।

জামায়াতের উদ্দেশ্যে ফারুক আরো বলেন, আসুন না ইসলাম বাদ দিয়ে জনপ্রিয়তা যাচাই করি, দেখা যাক কয়টি ভোট পান। জনগণের ভোট নিয়ে তারেক রহমান প্রধানমন্ত্রী হলে দেশের ১ কোটি বেকারকে চাকরির ব্যবস্থা করা হবে।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img