যুগ যুগ ধরে ন্যায্য পানির হিস্যা থেকে বঞ্চিত বাংলাদেশ। ফলে শুকিয়ে যাচ্ছে পদ্মাসহ দেশের বিভিন্ন নদ-নদী। অপরদিকে, বর্ষা মৌসুমে পদ্মার ভয়াবহ ভাঙনে হারিয়ে যাচ্ছে হাজারো বসতবাড়ি। নাব্য সংকট ও ভাঙনকবলিত মানুষের এই দীর্ঘদিনের দুর্দশার প্রতিবাদে ‘চলো যাই ভাই, পদ্মা বাঁচাই’ স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে গণসমাবেশের আয়োজন করেছে বিএনপি।
শনিবার (১৫ নভেম্বর) দুপুর ২টায় নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে এ গণসমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমাবেশে থাকবেন রাজশাহী বিভাগের বিএনপি’র মনোনীত প্রার্থীরাও।
সবশেষ পরিস্থিতি অনু্যায়ী পুরো আয়োজনস্থলজুড়ে কর্মীদের পদচারণায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠ ও আশপাশের এলাকায় কাজ করছে সংগঠনের স্বেচ্ছাসেবক দল। সমাবেশ ঘিরে পুরো শহরে টাঙানো হয়েছে ব্যানার-ফেস্টুন ও পোস্টার। বিভিন্ন মোড়ে মাইকিং করে জানানো হচ্ছে সমাবেশের সময়সূচি ও বক্তব্য।
উল্লেখ্য, উত্তরবঙ্গের তিস্তা নদীর ন্যায্য পানির দাবীতে চলতি বছর একাধিক কর্মসূচি পালন করতে দেখা গেছে দলটিকে।









