রবিবার | ১৬ নভেম্বর | ২০২৫

দুর্নীতি ও বিচারহীনতার বিরুদ্ধে জেন-জি আন্দোলনে উত্তাল মেক্সিকো

ক্রমবর্ধমান অপরাধ, দুর্নীতি ও বিচারহীনতার বিরুদ্ধে মেক্সিকোতে ব্যাপক বিক্ষোভ হয়েছে।

শনিবার (১৫ নভেম্বর) জেন-জিদের ডাকা বিক্ষোভে অংশ নেয় হাজার হাজার মানুষ। শুরুর দিকে তরুণরা রাস্তায় নামলেও, পরে তাতে ব্যাপক মানুষ তাতে যোগ দেয়। এক পর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে ১২০ জন আহত হন এবং গ্রেপ্তার হন ২০ জন। খবর আল জাজিরার।

মিচোয়াকানের নিহত মেয়র কার্লোস মানজোর সমর্থকরা তার রাজনৈতিক আন্দোলনের প্রতীক খড়ের টুপি পরে বিক্ষোভে অংশ নিয়েছিলেন।

মেক্সিকো সিটিতে হুড পরা একদল বিক্ষোভকারী প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাউমের বাসভবনের চারপাশের নিরাপত্তা ব্যারিকেড ভেঙে ফেলে। এ সময় দাঙ্গা পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে। তাদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ।

মেক্সিকো সিটির জননিরাপত্তা সচিব পাবলো ভাজকুয়েজ সংবাদ সম্মেলনে বলেন, সংঘর্ষে ১০০ জন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। এদের মধ্যে ৪০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসময় ২০ জন বেসামরিক ব্যক্তিও আহত হয়েছেন বলে জানান তিনি।

এই বছর বেশ কয়েকটি এশিয়ান ও আফ্রিকান দেশে, জেন-জিরা বৈষম্য, গণতান্ত্রহীনতা এবং দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভ সংগঠিত করে। জেন-জি বিক্ষোভে ক্ষমতাচ্যুত হয় বাংলাদেশের স্বৈরশাসক শেখ হাসিনা সরকার। এছাড়া সামাজিকমাধ্যমে নিষেধাজ্ঞার পর সেপ্টেম্বরে নেপালে জেন-জি বিক্ষোভে সরকার পতন হয়। মাদাগাস্কারে বিদ্যুৎ ও পানির সংকট নিয়ে তরুণদের বিক্ষোভের জেরে সরকার ভেঙে দেন দেশটির প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনা।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img