মঙ্গলবার | ১৮ নভেম্বর | ২০২৫

ফ্যাসিবাদীদের পরিণতি কী হয়, রাজনীতিবিদদের জন্য আজ শিক্ষা নেওয়ার দিন : ফরহাদ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক (জিএস) ফরহাদ হোসেন বলেছেন, বাংলাদেশের রাজনীতিবিদদের জন্য এটা একটা শিক্ষা নেওয়ার দিন। যে কেউ ক্ষমতা পেলেই ফ্যাসিবাদী হয়ে উঠতে পারে। ফ্যাসিস্ট হয়ে উঠলে তার কী পরিণতি বা চূড়ান্ত পরিণতি হয়, সেটা আজকে শিক্ষা নেওয়ার দিন।

সোমবার (১৭ নভেম্বর) বিকেলে হাসিনার মৃত্যুদণ্ড রায়ের পর ট্রাইব্যুনালে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আজকের দিনটি একটি ঐতিহাসিক দিন। শেখ হাসিনা তার রাষ্ট্রীয় এবং দলীয় বাহিনী নিয়ে দেশব্যাপী দীর্ঘ ১৫ বছর ধরে গুম, খুন এবং হত্যাযজ্ঞ চালিয়েছেন।

তিনি আরও বলেন, গত জুলাইয়ের গণঅভ্যুত্থানের সময় শিক্ষার্থীদেরকে হত্যা করা, আগুনে পুড়িয়ে মারা, ক্রসফায়ার দেওয়া, গুম করে নেওয়া এবং যেসব রেকর্ড ফাঁস হয়েছে তা আপনারা দেখেছেন, সবকিছু প্রমাণ সাপেক্ষে স্পেসিফিক কয়েকটা অভিযোগের ভিত্তিতে সবগুলো হত্যাকাণ্ডের বিচার আজকে হয়নি। শুধুমাত্র কিছু হত্যাকাণ্ডের বিচার হয়েছে।

ফরহাদ বলেন, আজকের বিচারের মধ্যদিয়ে শেখ হাসিনা এবং আরও একজনের যে ফাঁসির রায় ঘোষণা হয়েছে, এতে আমাদের শহীদ পরিবারগুলো কিছুটা খুশি হয়েছে। আমাদের আরও অসংখ্য মামলা রয়েছে, যেগুলো এখনো পেন্ডিং রয়ে গেছে। অথচ এই গভর্নমেন্ট ক্ষমতায় আসার পর দীর্ঘ সময় পার হয়ে গেছে। যেখানে প্রায় অভিযোগ বা মামলাগুলো মোটামুটি লেভেলে থাকা উচিত ছিল, সেখানে আজকে আমরা অনেক দিন পরে হলেও একটা রায় পেয়েছি। আজকে রায় পাওয়ার মধ্য দিয়ে আমরা অন্তত এটুকু খুশি।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img