আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মাওলানা আমীর খান মুত্তাকী অভিযোগ করেছেন যে আন্তর্জাতিক মহল এবং জাতিসংঘ আফগানিস্তানের সঙ্গে আচরণে দ্বৈত মানদণ্ড প্রয়োগ করছে।
খাতভিত্তিক মন্ত্রণালয়সমূহ ও জাতিসংঘের সংস্থাগুলোর পঞ্চম সমন্বয় সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, রাজনৈতিক বিবেচনা এখনো আফগান জনগণের জন্য কার্যকর মানবিক সহায়তার পথে বাধা হয়ে আছে।
মাওলানা মুত্তাকী জোর দিয়ে বলেন, ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান দেশের বড় বড় জাতীয় চ্যালেঞ্জ মোকাবিলায় “গুরুত্বপূর্ণ ও বাস্তবসম্মত পদক্ষেপ” নিচ্ছে। এর মধ্যে রয়েছে, শরণার্থীদের দেশে ফেরত আনা, মাদকাসক্তদের চিকিৎসা, দারিদ্র্য হ্রাস, জলবায়ু-সম্পর্কিত দুর্যোগ মোকাবিলা এবং আগে যারা মাদকদ্রব্যের চাষের ওপর নির্ভরশীল ছিলেন, সেই কৃষকদের জন্য বিকল্প জীবিকার ব্যবস্থা করা।
সীমিত আর্থিক সম্পদ থাকা সত্ত্বেও সরকার অগ্রগতি অর্জন করতে পেরেছে বলে উল্লেখ করেন তিনি; তবে তার মতে, আন্তর্জাতিক সহায়তা দেশের জরুরি চাহিদা পূরণের ক্ষেত্রে প্রত্যাশার তুলনায় অনেক কম।
তিনি মানবিক সহায়তাকে রাজনৈতিক শর্তের সঙ্গে বেঁধে দেওয়ার প্রচলিত নীতির সমালোচনা করেন এবং যুক্তি দেন, এ ধরনের নীতিমালা আফগান নাগরিকদের ওপর “ক্ষতিকর ও সুদূরপ্রসারী প্রভাব” ফেলেছে।
তিনি দেশে জাতিসংঘের সমন্বয় কাঠামো নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, যখন আরও বেশি সহযোগিতা প্রয়োজন, ঠিক সেই সময় অনেক আনুষ্ঠানিক বৈঠক থেকে আফগান কর্মকর্তাদের বারবার বাইরে রাখা হয়।
মাওলানা মুত্তাকী পাকিস্তানের প্রতিও সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, পাকিস্তান একদিকে আফগান নাগরিকদের দেশে ফেরার পথ রুদ্ধ করছে, অন্যদিকে তাদের ঘরবাড়ি থেকে উচ্ছেদ করছে, যার ফলে মানবিক সংকট আরও তীব্র হয়ে উঠছে।
সূত্র : আরিয়ানা নিউজ









