শীতকাল, মূল্যবৃদ্ধি ও অসাধু ব্যবসায়ীদের মোকাবিলায় ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের সামাঙ্গান প্রদেশে স্বল্প দামে কয়লা বিতরণ করছে আফগান সরকার।
একাধিক সরকারি সংস্থার সহযোগিতায় চালু হওয়া এই কর্মসূচির আওতায় মোট ১২ হাজার টন কয়লা বিক্রির পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রতি সাত কেজি কয়লার দাম নির্ধারণ করা হয়েছে ২৪ আফগানি (এএফএন)।
সামাঙ্গান প্রদেশের খনি বিভাগের প্রধান শামসুল্লাহ শামশাদ বলেন, “শীতকাল মোকাবিলায় সহায়তা করার জন্য সামাঙ্গান প্রদেশের দরিদ্র জনগণের মধ্যে ১২ হাজার টন কয়লা অত্যন্ত কম ও সাশ্রয়ী মূল্যে বিতরণ করা হচ্ছে। ইসলামী আমিরাত আফগানিস্তানের প্রধানমন্ত্রী কার্যালয় ও স্থানীয় প্রবীণদের তত্ত্বাবধানে এই কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।”
কর্তৃপক্ষ জানায়, এই উদ্যোগের মূল লক্ষ্য হলো কয়লার মূল্য বৃদ্ধি রোধ করা, মজুতদারি বন্ধ করা এবং অননুমোদিত বিক্রি প্রতিরোধ করা।
চুক্তিবদ্ধ প্রতিষ্ঠানের কর্মকর্তারা জানান, আইবাক শহরের বাসিন্দা এবং সামাঙ্গান প্রদেশের বিভিন্ন জেলার মানুষ প্রয়োজন অনুযায়ী এই কয়লা স্বল্পমূল্যে কিনতে পারবেন।
চুক্তিবদ্ধ প্রতিষ্ঠানের প্রধান জিয়াউদ্দিন জাহেশ বলেন, “প্রতিটি নাগরিকের জন্য সর্বোচ্চ এক টন কয়লা বরাদ্দ করা হয়েছে।”
এর আগে সামাঙ্গান প্রদেশের নাগরিকরা জ্বালানির ক্রমবর্ধমান মূল্য নিয়ে অভিযোগ করেছিলেন এবং এ বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছিলেন। সেই প্রেক্ষাপটেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
সামাঙ্গানের এক বাসিন্দা সিয়ামুদ্দিন বলেন, “আমরা সরকারের সহায়তা চাই, কারণ মানুষের অর্থনৈতিক অবস্থা দুর্বল এবং তারা এই খরচ বহন করতে পারছে না। আমরা আশা করি, এ ধরনের সহায়তা চলতে থাকবে এবং ভবিষ্যতে আরও বৃদ্ধি পাবে।”
এছাড়া দেশের আরও কয়েকটি শহরে স্বল্পমূল্যে কয়লা বিক্রির কার্যক্রম অব্যাহত রয়েছে।
সূত্র: আরিয়ানা নিউজ











