রবিবার | ২৩ নভেম্বর | ২০২৫

ভূমিকম্প থেকে নিরাপত্তা কামনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে নফল নামাজের আয়োজন

ভূমিকম্পসহ প্রাকৃতিক দুর্যোগ থেকে আল্লাহর রহমত ও সুরক্ষা কামনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে জামায়াতসহ নফল নামাজ ও দোয়া মাহফিল।

রোববার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের হাজি মুহম্মদ মুহসীন হলের মাঠ প্রাঙ্গণে এ আয়োজন করা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের ধর্মপ্রাণ শিক্ষার্থী, শিক্ষক ও সংশ্লিষ্ট সবাইকে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, দেশের বিভিন্ন অঞ্চলে সাম্প্রতিক ভূমিকম্পের ঘটনায় শিক্ষার্থীদের মাঝে উদ্বেগ তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে আল্লাহর কাছে পানাহ চেয়ে সম্মিলিতভাবে দোয়া করার লক্ষ্যেই এ আয়োজন।

আয়োজকদের একজন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রেয়াদুল ইসলাম জুবাহ বলেন, প্রাকৃতিক দুর্যোগ মানুষকে অসহায় করে দেয়। তাই আমরা আল্লাহর কাছে নিরাপত্তা ও শান্তি কামনা করছি। শিক্ষার্থীদের আধ্যাত্মিক সচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিত কল্যাণ কামনাই আমাদের উদ্দেশ্য।

নফল নামাজ শেষে দেশ, জাতি ও মানবতার মঙ্গল কামনায় বিশেষ দোয়া করা হবে বলে জানিয়েছে আয়োজকরা।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img