ভূমিকম্পের ঝুঁকি মোকাবিলায় বিনামূল্যে ভবন সুরক্ষা স্ক্যান সেবা চালু করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ সেবায় বিনামূল্যে ভবন, বাসা, দোকান ঘর ইত্যাদি পরীক্ষা করবে জামায়াতের প্রকৌশল বিভাগ।
বুধবার (২৬ নভেম্বর) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড প্রোফাইলে এক পোস্টে এ তথ্য জানান দলের আমীর ডা. শফিকুর রহমান।
তিনি জানান, ভূমিকম্পের পর যদি ভবন, দোকানে ফাটল বা দৃশ্যমান ক্ষতি, হেলে যাওয়া বা বেঁকে যাওয়া, অস্বাভাবিক শব্দ বা কম্পন দেখা যায়, তবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর অভিজ্ঞ সিভিল ও স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারদের সমন্বয়ে একটি বিশেষ দল তা পরীক্ষা নিরীক্ষা করে দেখবে। এই সেবার নাম দেয়া হয়েছে, “ভূমিকম্প পরবর্তী ভবন সুরক্ষা স্ক্যান”।
দলের পক্ষ থেকে জানানো হয়, বর্তমানে এই সেবা ঢাকা সিটি কর্পোরেশন এবং পার্শ্ববর্তী এলাকায় প্রদান করা হচ্ছে। এই সেবার আওতায় ভবন মালিকদের যেসব সুবিধা দেয়া হবে, ভবনের প্রাথমিক ঝুঁকি মূল্যায়ন, প্রয়োজনবোধে সাইট ভিজিট ও পরিদর্শন, দৃশ্যমান ক্ষতি এবং সম্ভাব্য বিপদের চিহ্ন নির্ণয়, নিরাপত্তা নির্দেশনা ও জরুরি করণীয় সম্পর্কে পরামর্শ, ভিডিও ডকুমেন্টেশন ও প্রাথমিক রিপোর্ট, প্রয়োজনবোধে এক্সপার্ট প্যানেলের যাচাইকৃত ফাইনাল রিপোর্ট প্রদান।









