জনগণের সাথে আলেম-ওলামাদের সম্পর্ক আরো দৃঢ় করতে হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
তিনি বলেন আলেম-ওলামাদের সাথে জনগণের সম্পর্ক আছে। তারা হলো সমাজের শক্তির প্রতীক। সম্পর্কটাকে আরও সুদৃঢ় করতে হবে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে বরিশালের চরমোনাই দরবার শরিফে তিন দিনব্যাপী ওয়াজ মাহফিলের দ্বিতীয় দিনে আমন্ত্রিত অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ধর্ম উপদেষ্টা বলেন, আমরা অন্ধকার থেকে আলোর পথে যাচ্ছি। আগামী দিনে নতুন পথের সন্ধান পাবো এবং কোনোক্রমে আর অন্ধকার জগতে আমরা ফিরে যাবো না।
তিনি বলেন, ধর্মের অপব্যাখ্যা করে জনগণের সেন্টিমেন্টকে উস্কে দেওয়ার অধিকার কারও নেই। ইসলাম নিয়ে কোনো মন্তব্য করতে হলে আলেম-ওলামাদের সঙ্গে ঐতমত্য হতে হবে, না হলে সংঘাত অনিবার্য হয়ে যাবে।
তিনি আরও বলেন, একজন মন্ত্রী বা উপদেষ্টা নিয়ে আমাদের কাঙ্ক্ষিত সাফল্য অর্জিত হবে না। পার্লামেন্টে ২০০ আসন যদি আদর্শ দ্বারা হয়, তাহলে রাষ্ট্রীয় কাঠামো গঠন করতে পারবেন। বর্তমান বিধি যদি পরিবর্তন করতে চান, তাহলে পার্লামেন্টে আদর্শিক, যাদের অন্তরের ভেতরে তাকওয়া আছে, সততা আছে তাদের পার্লামেন্টে পাঠাতে হবে।









