রবিবার | ১৮ জানুয়ারি | ২০২৬
spot_img

এবার পাকিস্তানে ভূমিকম্প

এবার ভূমিকম্পে কেঁপে উঠেছে পাকিস্তানে বেলুচিস্তান।

স্থানীয় সময় শনিবার (২৯ নভেম্বর) ভোরে প্রদেশের লোরালাই ও এর আশপাশের এলাকায় কম্পন অনুভূত হলে আতঙ্কে ঘর থেকে বেরিয়ে আসেন বাসিন্দারা।

জাতীয় ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র (এনএসএমসি) জানিয়েছে, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৩ দশমিক ৪। এর কেন্দ্রস্থল ছিল লোরালাইয়ের দক্ষিণ-পূর্ব দিকে প্রায় ২৩ কিলোমিটার দূরে।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

গত মঙ্গলবারও পাকিস্তানের সিবি এলাকায় ৩ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। তবে দুটি ক্ষেত্রেই বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি বলে জানিয়েছে কর্মকর্তারা। বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সতর্ক অবস্থানে রয়েছে।

চলতি মাসের শুরুতে পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে একাধিক মৃদু ভূমিকম্প রেকর্ড করা হয়েছে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ