সোমবার | ১ ডিসেম্বর | ২০২৫

সীমান্তে বাংলাদেশি নাগরিককে গুলি করে হত্যা; বিএসএফের দাবি ‘অনিচ্ছাকৃত’

চুয়াডাঙ্গা সীমান্তে এক বাংলাদেশি নাগরিককে গুলি করে হত্যা করে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ)। গত শনিবার (২৯ নভেম্বর) বিকেলে চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার গয়েশপুর এলাকায় ৭০ নম্বর পিলারের কাছে এ ঘটনা ঘটে। নিহতের নাম শহিদুল ইসলাম (৩৭)। তিনি বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার গয়েশপুর গ্রামের বাসিন্দা।

তবে এই ঘটনাকে ‘অনিচ্ছাকৃত’ বলে দাবি করেছে বিএসএফ। তাদের দাবি, আচমকা বন্দুকের ট্রিগারে চাপ পড়ে গুলি বের হয়ে গেলে বাংলাদেশি ওই যুবক নিহত হন।

রবিবার (৩০ নভেম্বর) বিএসএফের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে বিবৃতি প্রকাশ করে দাবি করা হয়, অনিচ্ছাকৃতভাবে আচমকা বন্দুকের ট্রিগারে চাপ পড়ে গুলি বের হয়ে যায়। ফলে দুর্ভাগ্যজনকভাবে এক বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img