সোমবার | ১ ডিসেম্বর | ২০২৫

আমার মাথায় কোনো সমস্যা নেই: ট্রাম্প

মানসিক সমস্যা নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্কের মধ্যেই নিজের ‘মস্তিষ্কে কোনো সমস্যা নেই’ বলে জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি জানান, গত অক্টোবরে এমআরআই পরীক্ষার ফল ‘নিখুঁত’ এসেছে এবং এই পরীক্ষার বিস্তারিত জনসমক্ষে প্রকাশ করেতেও তিনি প্রস্তুত রয়েছেন।

রোববার (৩০ নভেম্বর) ফ্লোরিডা থেকে ওয়াশিংটনে ফেরার সময় সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় তিনি এসব কথা বলেন বলে। তবে ঠাট্টা করে তিনি এসব বলেছেন বলে জানান গেছে।

সাম্প্রতিক এমআরআই স্ক্যানে শরীরের কোন অংশ পরীক্ষা করা হয়েছে সে সম্পর্কে জানতে চাইলে ট্রাম্প বলেন, ‘এ বিষয়ে আমার কোন ধারণা নেই…এটি কেবল একটি এমআরআই ছিল।’

তবে এটি মস্তিষ্কের এমআরআই ছিল না উল্লেখ করে তিনি বলেন, ‘আমি শুধু একটি বুদ্ধিমত্তার পরীক্ষা করেছি এবং তাতে খুব ভালো নম্বর পেয়েছি।’ এমনকি তিনি দুজন সাংবাদিককে কটূক্তি করে বলেছিলেন, তারা এই ধরনের পরীক্ষায় উত্তীর্ণ হতে অক্ষম।

এর আগে দীর্ঘদিন ধরে ট্রাম্পের মানসিক স্বাস্থ্য নিয়ে বিতর্ক চলছিল। তার প্রথম মেয়াদে প্রকাশিত ‘ফায়ার অ্যান্ড ফিউরি’ বইয়ে মার্কিন সাংবাদিক মাইকেল উলফ লিখেছিলেন, ট্রাম্পের মারাত্মক মানসিক সমস্যা রয়েছে এবং তিনি একই কথা একাধিকবার বলেন।

তবে হোয়াইট হাউসের চিকিৎসক রনি জ্যাকসন তখন জানিয়েছিলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের সামগ্রিক স্বাস্থ্য অত্যন্ত চমৎকার। যদিও পরে ট্রাম্পের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছিল, তবে ওই শারীরিক পরীক্ষার সময় প্রেসিডেন্ট ট্রাম্পের মানসিক ফিটনেসের বিষয়টি রাখা হয়নি।

পরবর্তীতে কয়েকজন চিকিৎসক ও স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার জ্যাকসনকে চিঠি লিখে ট্রাম্পের মানসিক স্বাস্থ্য মূল্যায়নের আহ্বান জানান। তারা উল্লেখ করেছেন, ৬৬ বছর বা তার বেশি বয়সীদের শারীরিক পরীক্ষা চালানোর সময় মানসিক মূল্যায়ন জরুরি।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img