শুক্রবার | ২৮ নভেম্বর | ২০২৫

হোয়াইট হাউজের কাছে গুলিবিদ্ধ ন্যাশনাল গার্ড সদস্যের মৃত্যু

আমেরিকার রাজধানী ওয়াশিংটনে হোয়াইট হাউসের কাছে গুলিবিদ্ধ ন্যাশনাল গার্ডের এক সদস্য মারা গেছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ তথ্য নিশ্চিত করেছেন। খবর সিএনএনের।

তার পরিচয় নিশ্চিত করেছে হোয়াইট হাউস। তিনি ২০ বছর বয়সী পশ্চিম ভার্জিনিয়ার বাসিন্দা সারা বেকস্ট্রম।

এদিকে, আরেক গুলিবিদ্ধ ন্যাশনাল গার্ড সদস্য অ্যান্ড্রিউ ওলফের অবস্থাও আশঙ্কাজনক বলে জানান মার্কিন প্রেসিডেন্ট।

বুধবার (২৬ নভেম্বর) ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউজের খুব কাছেই ন্যাশনাল গার্ড সেনাদের লক্ষ্য করে হামলা চালায় এক বন্দুকধারী। গুলিবিদ্ধ হন ঐ দুই সেনা। সন্দেহভাজন হিসেবে আটক করা হয় ২৯ বছর বয়সী এক বিদেশী নাগরিককে।

এ ঘটনার জেরে রাজধানীর নিরাপত্তায় ন্যাশনাল গার্ডের আরও ৫০০ সেনা মোতায়েনের ব্যবস্থা নেয় কর্তৃপক্ষ।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img