নারায়ণগঞ্জ-২ আসনের বিএনপি-জমিয়ত দলীয় মনোনীত প্রার্থী নজরুল ইসলাম আজাদের সমর্থনে আড়াইহাজার উপজেলা জমিয়তে উলামায়ে ইসলাম শাখার উদ্যোগে নির্বাচনী সভা অনুষ্ঠিত।
আজ শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে আড়াইহাজার উপজেলা পশু হাসপাতাল মাঠে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা মাসরুর আহমদের সভাপতিত্বে এবং মাওলানা মারুফ বিল্লাহ মাদানী ও মাওলানা নকিবুল ইসলামের যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের মনোনীত প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মুফতী ইমরানুল বারী সিরাজী, আড়াইহাজার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আহমদুল হক জুয়েল, আড়াইহাজার পৌরসভা বিএনপির সভাপতি মুহাম্মদ উল্লাহ, হেফাজতে ইসলাম বাংলাদেশ পল্টন থানার প্রচার সম্পাদক মাওলানা গাজী আহমদ আব্দুল্লাহ মুসা প্রমুখ।
এতে উপজেলার বিভিন্ন পর্যায়ের ইমাম, খতিব, আলেম-ওলামা, মাদরাসা শিক্ষক এবং ধর্মপ্রাণ মুসল্লিসহ সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।











