সোমবার | ১ ডিসেম্বর | ২০২৫

অস্ট্রেলিয়ায় শয়ত|ন উপাসনার নামে শিশু ধ’র্ষণ করে বেড়ানো চক্রের ৪জন গ্রেফতার

অস্ট্রেলিয়ায় শয়তানের উপাসনা ও আনুগত্যের জন্য শিশুদের ধর্ষণ ও বিকৃত যৌনাচার করে বেড়ানো চক্রের ৪জনকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (১ ডিসেম্বর) আল জাজিরার এক প্রতিবেদনে একথা জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, ‘শয়তানের উপাসনায় শিশু যৌনাচারের’ অভিযোগে অস্ট্রেলিয়ায় ৪জনকে গ্রেফতার করা হয়েছে।

তদন্ত শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় নিউ সাউথ ওয়েলস (এনএসডব্লিউ) পুলিশ আজ সিডনিতে ওই ৪জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠন করে।

এনএসডব্লিউ পুলিশ জানায়, গত সপ্তাহে তারা সিডনির বেশ কয়েকটি ঠিকানায় ৬টি তল্লাশি অভিযান পরিচালনা করে। এতে তারা শয়তান উপাসনায় শিশু যৌনাচারের প্রমাণ ও উপাদান সহ ৪জনকে গ্রেফতার করতে সক্ষম হোন।

এছাড়াও জানানো হয় যে, ‘স্ট্রাইক ফোর্স কনস্টানটাইন’ নামের একটি তদন্তকারী দল সিডনিতে প্রথমে শিশু যৌন নিপীড়ক নেটওয়ার্ক আবিষ্কার করে। এরপরই এনএসডব্লিউ পুলিশ এই অভিযান পরিচালনা করে। নেটওয়ার্কটি শয়তানের উপাসনা ও আনুগত্যের জন্য শিশু ধর্ষণ, শিশুদের সাথে বিকৃত যৌনাচার ও নির্যাতনে লিপ্ত ছিলো। এসবের ভিডিও করে একটি নির্দিষ্ট সাইটে প্রচার করতো। এই নেটওয়ার্কটি শয়তানের উপাসনার জন্য প্রয়োজনীয় নির্যাতন সামগ্রী ও যৌনাচার সামগ্রীও বিক্রি ও বিতরণ করতো।

এনএসডব্লিউ পুলিশ আরো জানায়, নেটওয়ার্কটি আন্তর্জাতিকভাবে পরিচালিত একটি ওয়েবসাইটের মাধ্যমে শয়তানের পূজারী হিসেবে এসব অপরাধ কার্যক্রম প্রচার করতো।

যৌন অপরাধ স্কোয়াডের কমান্ডার সুপারিনটেনডেন্ট জেইন ডোহার্টি সংবাদ সম্মেলনে বলেন, তদন্তের সময় আমরা তাদের যে ধরণের তথ্য ভাগাভাগি করতে শুনতে পেয়েছিলাম এর ফলে আমরা খুবই উদ্বিগ্ন হয়ে পড়েছিলাম। তারা যেকোনো মুহুর্তে যে কোনো শিশুর সংস্পর্শে আসতে পারে বলে আমরা আতঙ্কিত ছিলাম।

তিনি আরো বলেন, কর্মকর্তারা ১২ বছর ও তার চেয়ে কম বয়সী শিশুদের শয়তানী উপাসনা সংশ্লিষ্ট নির্যাতন ও যৌনাচারের হাজার হাজার ভিডিও জব্দ করেছে। এর মধ্যে একেবারে বাচ্চা শিশুরও উপাসনাগত ভয়াবহ নির্যাতনের ভিডিও ছিলো। তবে শিশু ও বাচ্চাগুলো বেঁচে আছে কি না বা তাদের কোথায় রাখা হয়েছে আমরা এখনো তার হদিস পাইনি। শয়তানের উপাসনা সামগ্রী ও বিভিন্ন ধরণের প্রতীক, যা তারা বিতরণ করতো, সেসব কোথায় তৈরি করা হয়েছে তারও হদিস মিলেনি। এসব খুঁজে পেতে আমাদের অনুসন্ধান অব্যাহত রয়েছে।

তিনি আরো জানান, গ্রেপ্তারকৃত ৪জনের একার পক্ষে এমন বড় ধরণের কাজ আঞ্জাম দেওয়া সম্ভব বলে বিশ্বাস করে না কর্তৃপক্ষ। তাই শয়তানবাদের প্রসার, গুপ্তচরবৃত্তি ও শয়তান উপাসনা সামগ্রী ও প্রতীক বিতরণে জড়িত আন্তর্জাতিক চক্রটির বিরুদ্ধে ব্যবস্থা নিতে আদালতে অভিযোগ করা হবে।

সূত্র: আল-জাজিরা

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img