গণতন্ত্র এখনও ধোঁয়াশার মধ্যে আছে এবং স্বাধীনতা-সার্বভৌমত্বের উপর প্রতিনিয়ত হুমকি আসছে। এ সময় প্রেরণার উৎস হিসেবে খালেদা জিয়াকে এ জাতি আরও দীর্ঘদিন কাছে পেলে, মজবুত হয়ে গড়ে উঠবে- এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রী নন, সারা জাতির অভিভাবক। তাই আজকে জনতার ঢল এভারকেয়ারে। বাংলাদেশের স্বার্থে খালেদা জিয়াকে দেশের জন্য আরও প্রয়োজন। সারা দেশের মানুষ তার সুস্থতা কামনা করে যেভাবে দোয়া করছেন তা নজিরবিহীন।
সোমবার (১ ডিসেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক সুস্থতা কামনায় আয়োজিত এক দোয়া মাহফিলে এ কথা বলেন তিনি।
রিজভী আরো বলেন, দেশের স্বার্থে গণতন্ত্রের জন্য আপসহীন থাকায় দেশি-বিদেশি চক্রান্ত্র করেও খালেদা জিয়াকে দুর্বল করা যায়নি।









