আফগান কৃষক ও খাদ্য নিরাপত্তা জোরদারে সৌদি ফান্ড ফর ডেভেলপমেন্টের (এসএফডি) অর্থায়নে ১০ লাখ মার্কিন ডলারের নতুন কৃষি ও খাদ্য নিরাপত্তা প্রকল্প চালু হয়েছে। এ লক্ষ্যে আফগানিস্তান মানবিক ট্রাস্ট ফান্ড (এএইচটিএফ) ও আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি) একটি অনুদান চুক্তি স্বাক্ষর করেছে।
চুক্তির লক্ষ্য হলো ক্ষুদ্র কৃষকদের সহায়তা করা, গ্রামীণ জীবিকা শক্তিশালী করা এবং ব্যাপক খাদ্য অনিরাপত্তার মুখে থাকা জনগোষ্ঠীর টিকে থাকার সক্ষমতা বাড়ানো। প্রকল্পটি বাস্তবায়ন করবে আন্তর্জাতিক রেড ক্রস কমিটি, আফগান রেড ক্রিসেন্ট সোসাইটি (এআরসিএস)-এর সহযোগিতায়।
ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইএসডিবি) কর্তৃক পরিচালিত আফগানিস্তান মানবিক ট্রাস্ট ফান্ড গঠিত হয় ২০২১ সালের ডিসেম্বর মাসে ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রীদের কাউন্সিলের এক সিদ্ধান্তের ভিত্তিতে। আফগানিস্তানজুড়ে মানবিক সহায়তা পৌঁছে দেওয়া, জরুরি প্রয়োজন মেটানো এবং টেকসই উন্নয়নকে উৎসাহিত করার একটি ব্যবস্থাপনা কাঠামো হিসেবে কাজ করছে এই তহবিল।
এএইচটিএফ-এর তথ্য অনুযায়ী, আফগানিস্তানের প্রায় ৮০ শতাংশ মানুষ কৃষির ওপর নির্ভরশীল। কিন্তু কৃষকরা এখনও সীমিত সম্পদ, জলবায়ুজনিত ধাক্কা এবং গ্রামীণ অবকাঠামোর অবনতিসহ নানা চ্যালেঞ্জের সঙ্গে লড়াই করছেন।
নতুন এই উদ্যোগের মাধ্যমে উন্নত কৃষি কৌশল প্রচার করা হবে এবং বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আয়বর্ধক সুযোগ তৈরি করা হবে। এর অংশ হিসেবে সেচব্যবস্থা পুনর্বাসন, জমি সুরক্ষা জোরদার এবং পানি ব্যবস্থাপনা উন্নত করার ওপর কেন্দ্রীভূত ক্যাশ ফর ওয়ার্ক কর্মসূচি নেওয়া হবে। একই সঙ্গে কৃষকদের জন্য সহায়তামূলক অনুদান বিতরণ করা হবে এবং সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণের আয়োজন করা হবে।
আফগানিস্তানে আন্তর্জাতিক রেড ক্রস কমিটির প্রতিনিধি দলের প্রধান ক্যাথারিনা রিটজ বলেন, এই কর্মসূচি একদিকে তাৎক্ষণিক প্রভাব ফেলবে, অন্যদিকে দীর্ঘমেয়াদি সুফলও বয়ে আনবে। তিনি বলেন, “স্থানীয় কৃষকদের ক্ষমতায়নের মাধ্যমে আমরা শুধু তাৎক্ষণিক খাদ্য সরবরাহই উন্নত করছি না, বরং দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা ও সহনশীলতাও গড়ে তুলছি।”
ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক গ্রুপের তুরস্ক আঞ্চলিক হাবের পরিচালক ড. ওয়ালিদ আবদুলওয়াহাব বলেন, এই অংশীদারিত্ব “গুরুত্বপূর্ণ মানবিক চ্যালেঞ্জ মোকাবিলায় পারস্পরিক সহযোগিতার শক্তি”কে প্রতিফলিত করে। তিনি হাজার হাজার আফগান পরিবারের খাদ্য নিরাপত্তা ও অর্থনৈতিক স্থিতিস্থাপকতা জোরদারের সুযোগ তৈরি করে দেওয়ার জন্য সৌদি ফান্ড ফর ডেভেলপমেন্টের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রকল্পটি ১০ হাজারেরও বেশি মানুষের উপকারে আসবে বলে ধারণা করা হচ্ছে। এর মধ্যে রয়েছে ৭৬১টি কৃষক পরিবারকে প্রত্যক্ষ আর্থিক সহায়তা প্রদান এবং আফগানিস্তানের পূর্ব, উত্তর ও উত্তর-পূর্বাঞ্চল জুড়ে বেশ কয়েকজন কৃষককে ফসল রোপণ, পোকামাকড় দমন এবং সেচ ব্যবস্থাপনা বিষয়ে বিশেষায়িত প্রশিক্ষণ দেওয়া। পাশাপাশি ক্যাশ ফর ওয়ার্ক কার্যক্রমের মাধ্যমে ৫০০ জনেরও বেশি মানুষ অস্থায়ী কর্মসংস্থানের সুযোগ পাবেন।
এর আগে আফগানিস্তানে মানবিক উদ্যোগে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক এবং আন্তর্জাতিক রেড ক্রস কমিটি একসঙ্গে কাজ করেছে। ২০২২ সালে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক, আন্তর্জাতিক রেড ক্রস কমিটির একটি স্বাস্থ্য কর্মসূচিতে সহায়তা দেয়, যার মাধ্যমে ৪০টিরও বেশি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ এবং চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করা হয়। ওই কর্মসূচির সুফল পেয়েছে আনুমানিক ১৭ লাখ (১.৭ মিলিয়ন) মানুষ, পুরো আফগানিস্তানজুড়ে।
সূত্র : আরিয়ানা নিউজ









