আফগানিস্তানের ফারাহ প্রদেশে ১০ আফগান বেসামরিক নাগরিককে গুলি করে হত্যা করেছে ইরানি সীমান্তরক্ষী বাহিনী। এ ঘটনায় আরও দু’জন নিখোঁজ রয়েছেন।
সোমবার (২ ডিসেম্বর) ফারাহ প্রাদেশিক পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।
ফারাহ পুলিশ কমান্ডের প্রেস অফিস জানায়, নিহতরা সবাই ফারাহ প্রদেশের বাসিন্দা। তারা শেখ আবুনসর ফারাহি সীমান্তপথ দিয়ে অবৈধভাবে ইরানে ঢোকার চেষ্টা করছিলেন। এ সময় তারা সরকারিভাবে নির্ধারিত চেকপোস্ট এড়িয়ে পাশের অননুমোদিত পথ দিয়ে প্রবেশ করতে চাইলে ইরানি সীমান্তরক্ষীরা গুলি চালায়।
পুলিশ মুখপাত্র মোহাম্মদ নাসিম বদ্রি বলেন, মূল চেকপোস্ট এড়িয়ে যেতে চাওয়াই তাদের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়।
দীর্ঘদিনের সীমান্ত উত্তেজনার ধারাবাহিকতা
চলতি বছরে সীমান্তে ঘটে যাওয়া সবচেয়ে প্রাণঘাতী ঘটনাগুলোর একটি এটি। আফগানিস্তান–ইরান সীমান্তজুড়ে অভিবাসন, পানি অধিকার ও নিরাপত্তা ইস্যুতে বহুদিন ধরেই টানাপোড়েন চলছে। এসব বিরোধের জেরে বেশ কয়েকবার সংঘর্ষ, গুলিবিনিময় এবং বেসামরিক নাগরিক হতাহতের ঘটনা ঘটেছে।
ইরান সাম্প্রতিক বছরগুলোতে অবৈধ অভিবাসন দমনে কড়াকড়ি আরও বাড়িয়েছে। তাদের দাবি, নিরাপত্তা পরিস্থিতি এবং অর্থনৈতিক চাপ এ কঠোরতা বাড়াতে বাধ্য করেছে।
অন্যদিকে আফগান কর্মকর্তারা বলেন, প্রতিবেশী দেশগুলোর কঠোর প্রবেশনীতি ও কর্মসংস্থানের অভাবে প্রতি মাসেই হাজারো আফগান ঝুঁকি নিয়ে অনিয়মিত পথে সীমান্ত অতিক্রমের চেষ্টা করে।
শেখ আবুনসর ফারাহির এই এলাকা গত এক দশকে বহু প্রাণঘাতী ঘটনার সাক্ষী। ইরানি বাহিনীর সঙ্গে পাচারকারীদের সংঘর্ষ, অননুমোদিত পথে পারাপারের সময় গুলিবর্ষণ কিংবা নদী পার হতে গিয়ে ডুবে মৃত্যুর মতো ঘটনাও এখানে একাধিকবার ঘটেছে।
তদন্ত শুরু, সতর্কতা ও পরবর্তী পদক্ষেপ
ফারাহ পুলিশ প্রেস অফিস জানায়, এই মর্মান্তিক ঘটনা প্রমাণ করে অবৈধ পথে সীমান্ত পাড়ি কতটা বিপজ্জনক। তারা সীমান্ত রুটগুলোতে আরও কড়া নজরদারির আহ্বান জানিয়েছে, যাতে ভবিষ্যতে এমন প্রাণহানি এড়ানো যায়।
স্থানীয় প্রশাসন ইতোমধ্যে তদন্ত শুরু করেছে। নিখোঁজদের সন্ধান, পরিচয় নিশ্চিত করা এবং নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি চিহ্নিত করতে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় চলছে।
আফগান কর্মকর্তারা জানান, এই গুলিবর্ষণের প্রকৃত কারণ জানতে তারা ইরানি কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিক ব্যাখ্যা চাইবে।
বিশ্লেষকদের মতে, চলমান অর্থনৈতিক সংকট আফগানদের ঝুঁকিপূর্ণ অভিবাসন রুট বেছে নিতে বাধ্য করছে। কাবুল ও তেহরান সমন্বিতভাবে সীমান্ত পরিচালনায় উদ্যোগ না নিলে ভবিষ্যতেও এমন দুঃখজনক ঘটনা ঘটতেই থাকবে।
সূত্র: আরিয়ানা নিউজ









