ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের পরিবহন ও বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়ের উপমন্ত্রী মাওলানা ফাতেহুল্লাহ মানসুর বলেছেন, আমিরদের আনুগত্য করতে হবে; কারণ আমিরদের আনুগত্যই শহীদদের স্বপ্ন পূরণের পথ।
প্রযুক্তি ও পেশাগত শিক্ষা বিভাগের অধীনস্থ বিভিন্ন প্রশিক্ষণকেন্দ্র থেকে সাড়ে তিন হাজারেরও বেশি মুজাহিদের সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মাওলানা ফাতেহুল্লাহ বলেন, প্রতিবেশী দেশে ইসলামি ব্যবস্থার বিরুদ্ধে সক্রিয় দুষ্ট গোষ্ঠীগুলোকে অবশ্যই নিস্ক্রিয় করতে হবে।
তিনি বলেন, “ইসলামি ব্যবস্থা শত শত মানুষের রক্তের কুরবানি দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে। এ ব্যবস্থার রক্ষা করা সবার ওপর ফরজ।”
অনুষ্ঠানে আফগানিস্তানের রাজধানী কাবুলের গভর্নর মাওলানা আমিনুল্লাহ উবায়েদ, আফগানদের পূর্বপুরুষরা বিদেশি আগ্রাসীদের বিরুদ্ধে শুধু দেশ মুক্তির জন্য নয়, বরং শিক্ষার পরিবেশ সৃষ্টি এবং একটি বিশুদ্ধ ইসলামি ব্যবস্থা প্রতিষ্ঠার জন্যও জিহাদ করেছেন।
তিনি বলেন, আফগানরা প্রমাণ করেছে যে তারা শুধু যুদ্ধক্ষেত্রেই নয়, জ্ঞান ও শিক্ষার ক্ষেত্রেও শক্তিশালী সক্ষমতা রাখে।
সূত্র: আরটিএ









